
গত ২০০ বছরে ইউরোপের একটি দেশ নিজেকে যুদ্ধ হানাহানি থেকে একেবারেই দূরে রেখেছে। ইন্টারেস্টিং বিষয় হল, ইউরোপে যুদ্ধ হলেই এই দেশটি নানাভাবে গুটিবাজি করে লাভবান হয়। আসুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনার আলোকেই দেশটির বিতর্কিত ভুমিকা আর গুটিবাজির কাহিনী বলি। জার্মানিতে নাৎসি বাহিনী ক্ষমতায় আসার সাথেসাথেই হিটলারের বিরোধীরা, বিশেষ করে নাৎসি বাহিনীর মুল টার্গেট, ইহুদীরা ভয় পেতে শুরু করে। ইহুদীরা ছিলো অর্থনৈতিকভাবে প্রভাবশালী। তো তারা টাকা পয়সা জার্মানি থেকে সরিয়ে নিতে শুরু করে ১৯৩৩ সালের...