
নাম Otto Skorzeny (অটো স্কোর্জেনি)
এই লোক ছিলেন হিটলারের পছন্দের হিটম্যান এবং নাৎসি জার্মানির সর্বোচ্চ সামরিক খেতাব Knight's Cross of the Iron Cross পাওয়া অফিসার।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের বেশকিছু দূর্ধর্ষ অভিযানে অংশ নেয়া এই Waffen-SS হিটম্যান ঠিক কিভাবে জীবনের শেষভাগে এসে ইসরাইলের স্পাই এজেন্সি মোসাদের পেইড এস্যাসিন হয়ে গেল,
অর্থাৎ ১৮০ ডিগ্রি রুপান্তরের সেই কাহিনী এবার বলবো।
সংক্ষেপে তার জীবন কাহিনী আগে বলি। রীতিমত উপন্যাস...
জন্ম হিটলারের মতই অস্ট্রিয়াতে। ১৯০৮ সালে।
পূর্ব পুরুষ ছিল পোলিশ।...