
অটোম্যান সম্রাজ্যের Interregnum (১৪০২-১৪১৩ সাল) সময়কালের ৪ জন সুলতান বাদ দিলে,মোট অটোম্যান সুলতান ছিল ৩২ জন।এই ৩২ জনের ভেতর ৪ জন সুলতান বাদে বাকি সবার জন্ম ইউরোপিয়ান নারীর গর্ভে।অটোম্যান সম্রাজ্য যখনই ইউরোপে বিস্তার লাভ করে, তখনই এই জিনিসটা শুরু হয়। ইউরোপের মেয়েদের ধরে নিয়ে হেরেমে ঢোকানো হতো। এরপর তারা হয়ে যেতো সম্রাটের কনকুবাইন, বা দাসী।বন্দী জীবন।বিশাল হেরেমে মেয়েদের ভেতর লেগে থাকতো রাজনীতি। কে কাকে টক্কর দিয়ে উপরে উঠতে পারে।এদের গর্ভেই সম্রাটের ভবিষ্যৎ উত্তরাধিকারি জন্ম নিতো।এরা পরিস্থিতির...