কল্পনা করুণ, প্রাচীন কালে একজন কৃষকের কথা। কৃষক ধান চাষ করে। নিজের জন্য যতটুকু দরকার ততটুকু ধান রেখে বাকি অংশ দিয়ে দিলো একজন জেলের কাছে।কতটুকু ধানের বিনিময়ে জেলে কতগুলো মাছ বিক্রি করবে, সে বিষয়ে যাবো না। একেবারে সহজ ভাবে চিন্তা করূণ। বিনিময় প্রথাতে, একটি পণ্যের বিনিময়ে আরেকটি পণ্য পাচ্ছেন। সমস্যা হল, এই পণ্যগুলো পচনশীল। ধরূণ একজন মাছ বিক্রেতা ৬টি কাতল মাছ দিয়ে ১০টি মুরগী চাচ্ছে। কিন্তু এলাকায় যে মুরগী পালে, তার কাছে বিনিময় যোগ্য মুরগী আছে ৫টি। আরেকটি সমস্যা হল, মুরগী খামারি কাতল মাছ খেতে...