
হাইপোথেট্যিকাল এক পরিস্থিত। কাল্পনিক এক চরিত্র আবুল। ১০ বিঘা জমির মালিক। এই দশ বিঘা জমিতে ফসল ফলিয়ে স্থানীয় বাজারে বিক্রি করে আবুলের সংসার চলে।
তো ১০ বিঘা জমিতে ধরে নিন একটা নির্দিষ্ট পরিমান ধান গড় অনুপাতে সারা বছরে উৎপাদন সম্ভব। যেহেতু গল্পটা কাল্পনিক এবং বোঝানোর সুবিধার জন্য লিখা, এজন্য ধরে নিন প্রতি মন ধানের বাজার মূল্য ১০০ স্বর্নমুদ্রা !!
হঠাৎ বাজারে ধানের দাম বাড়তে শুরু করলো। ওদিকে প্রতি মন ধানের উৎপাদন খরচ অপরিবর্তিত রইল। ফলে উৎপাদিত ধান বিক্রি করে অধিক মুনাফা লাভ করতে শুরু করলো আবুল।...