
১৪ জানুয়ারি, ২০০০ সাল।
ঋত্বিক রোশন অভিনীত প্রথম মুভি “কাহো না প্যায়ার হে” রিলিজ পায়। ব্লক বাস্টার হিট হয় মুভিটি। এই মুভি দিয়ে বলিউডে জনপ্রিয়তার তুঙ্গে পৌছে যায় ঋত্বিক রোশন।
২০ জানুয়ারি, ২০০০ সাল।
মুভি রিলিজের এক সপ্তাহের মাথায় মুভির পরিচালক, ঋত্বিক রোশনের বাবা, রাকেশ রোশনের উপর দুইজন অস্ত্রধারী হামলা চালায়। দুইবার গুলি করা হয় রাকেশ রোশনকে। একটি গুলি তার হাতে, আরেকটি বুকে লাগে। সেইসাথে তার গাড়ি লক্ষ করে এলোপাথাড়ি গুলি ছুঁড়ে পালিয়ে যায় দুই ব্যক্তি।
রাকেশ রোশন সেই যাত্রায় বেঁচে যান। সুস্থ হবার...