
তাঁকে আটকে রাখা হয়েছিলো মেক্সিকোর সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা সম্বলিত মিলিটারি নিয়ন্ত্রিত জেলখানায়। তাঁর থাকার সেলটিও সর্বক্ষণ সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণে রাখা হত।
একদিন সিসি ক্যামেরায় দেখা গেল, তিনি গোসল করার জন্য shower room গেলেন। ব্যস, এরপর ঠিক ম্যাজিসিয়ানের মত, গায়েব !
বলছিলাম, CEO of Crime হিসেবে পরিচিত, এল চ্যাপো গুজম্যানের কথা।
কিভাবে সেদিন ওই গোসলখানা থেকে তিনি গায়েব হয়ে গিয়েছিলেন, শুনলে অবাক হবেন।
সেই গোসল খানার ঠিক নিচে এক মাইল লম্বা ট্যানেল নির্মান করেছিলো এল চ্যাপোর লোকেরা।...