
আমেরিকার বিখ্যাত Massachusetts Institute of Technology অর্থাৎ MIT-এর একটি নাম করা ক্যান্সার রিসার্চ ইন্সটিউট আছে।
নাম হল, Koch Institute for integrative Cancer Research.
বর্তমানে এই ক্যান্সার গবেষণা প্রতিষ্ঠানটি দুনিয়ার সবচেয়ে নামকরা এবং উন্নত ক্যান্সার গবেষণাকেন্দ্র। ক্যান্সারের প্রতিরোধ ও প্রতিষেধক আবিস্কার এবং পৃথিবী থেকে ক্যান্সার নির্মুল করার মত মহৎ উদ্দেশ্য নিয়ে এই গবেষণা প্রতিষ্ঠান যাত্রা শুরু করে।
ক্যান্সার গবেষণাতে কিছু যুগান্তকারী সাফল্য ইতিমধ্যে দেখিয়েছে এই গবেষণা প্রতিষ্ঠানটি।
খুবই...