
যদি আগে থেকেই জানো, যুদ্ধে তুমিই জিতবা, তাহলে তোমার মুখে শান্তির বাণী আসবে না। যুদ্ধ শুরুর পায়তারা তুমিই করবা।
আর যুদ্ধটাই যদি হয়ে যায় বিরাট এক ব্যবসা, তাহলে তো কথাই নেই। ইন্ধনদাতার অভাব হবে না। ইরাক যুদ্ধটা ছিল তেমনই এক ব্যবসা। জর্জ বুশের তথাকথিত ওয়ার অন টেরর শিরোনামে সাদ্দাম হটানোর যুদ্ধটা মোটাদাগে তেলের জন্য যুদ্ধ হলেও গোটা যুদ্ধটাকে পুঁজি করে মার্কিন বড়বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো কিভাবে আমেরিকার ট্যাক্সের টাকা পকেটে ভরেছে, ব্যবসা করেছে এবং ফায়দা উসুল করেছে, সেই বর্ননা ছোট করে লিখবো।
সমগ্র...