
এই ভদ্রলোকের নাম Ashraf Marwan
ইনি একমাত্র ব্যক্তি, যাকে ইসরাইলিরা Hero মানে,
আবার মিশরীয়রাও Hero বলে দাবি করে।
প্রশ্ন হল, আসলে তিনি কার? :P
ভদ্রলোক সম্ভবত ইতিহাসের সবচেয়ে হাই প্রোফাইল ডাবল এজেন্ট।
আর যদি তা নাও হন, অন্তত সবচেয়ে হাই-প্রোফাইল "স্পাই"
তাতে কোনো সন্দেহ নাই।
যতটা সম্ভব সংক্ষেপে তার কাহিনী বলার চেষ্টা করবো।
মিশরীয় এই ভদ্রলোক কায়রো ইউনিভার্সিটিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়া অবস্থায় মিশরীর তৎকালীন প্রেসিডেন্ট, আরব বিশ্বের আইরন ম্যান, প্যান আরব মুভমেন্টের রুপকার গামাল আব্দেল নাসেরের...