আমাদের যেমন BCS ,
ভারতের তেমন CSE
অর্থাৎ ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষা।
কতটুকু মিল, আর কত বিশাল অমিল, এসব নিয়ে এবারের আলোচনা।
মুল আলোচনাটা পরীক্ষা পদ্ধতির ভেতরই সীমাবদ্ধ রাখবো। একজন ভারতীয় ক্যাডার কি ধরণের সুযোগ সুবিধা ভোগ করে আর একজন বাংলাদেশী ক্যাডার কি ধরণের সুযোগ সুবিধা ভোগ করে, এই ধরণের তুলনা এখানে থাকবে না।
মুল আলোচনা থাকবে পরীক্ষা পদ্ধতি তথা সিলেকশন নিয়ে।
এই নোট লিখাটি তার জন্য বুঝতে সুবিধা হবে যার বাংলাদেশের বিসিএস পরীক্ষা পদ্ধতি নিয়ে নুন্যতম কিছু ধারণা আছে।
তো, বাংলাদেশের বিসিএস...